গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য , যুব ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রেজি নং : ঢ -০৪৮৬২ । ( AHOPE & BVDWF ) এবং বি পি সি এফ রেজি নং : এস-১৩০৫২ এর একটি স্বাস্থ্য সেবা প্রকল্পের অধীনে এবং ঢাকা শিশু হাসপাতালের কতৃপক্ষের অনুমতিক্রমে পরিচালিত মা ও শিশু স্বাস্থ্যের যত্নের উপর প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে যা প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের যত্নের ও চিকিৎসায় কাজ করার সুযোগ রযেছে। এছাড়া মা ও শিশু বিষয়ক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
প্রশিক্ষন কোর্স এর নামঃ– অরিয়েন্টেশন কোর্স অফ এমসিএইচ
প্রশিক্ষণের মেয়াদঃ-১৫ দিন।
প্রশিক্ষণের করাবেনঃ-ঢাকা হাসপাতালের সন্মানিত চিকিৎসকগণরা।
প্রশিক্ষণের স্থানঃ– ঢাকা শিশু হাসপাতাল, মিলনায়তন, ৪র্থ তলা। অডিটোরিয়াম।
দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে (NGO) গুলোতে নিয়োগর ক্ষেত্রে মা ও শিশু স্বাস্থ্যের সেবার উপর প্রশিক্ষণের সনদধারীদের এবং অভিজ্ঞ থাকায় অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে।উল্লেখ্য যে,ঢাকা শিশু হাসপাতালের মাননীয় পরিচালক মহোদয় প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করবেন।