গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য , যুব ও সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক রেজি নং : ঢ -০৪৮৬২ । ( AHOPE & BVDWF ) এবং বি পি সি এফ রেজি নং : এস-১৩০৫২ এর একটি স্বাস্থ্য সেবা প্রকল্পের অধীনে এবং ঢাকা শিশু হাসপাতালের কতৃপক্ষের অনুমতিক্রমে পরিচালিত মা ও শিশু স্বাস্থ্যের যত্নের উপর প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে যা প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের যত্নের ও চিকিৎসায় কাজ করার সুযোগ রযেছে। এছাড়া মা ও শিশু বিষয়ক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

প্রশিক্ষন কোর্স এর নামঃ– অরিয়েন্টেশন কোর্স অফ এমসিএইচ
প্রশিক্ষণের মেয়াদঃ-১৫ দিন।
প্রশিক্ষণের করাবেনঃ-ঢাকা হাসপাতালের সন্মানিত চিকিৎসকগণরা।
প্রশিক্ষণের স্থানঃ– ঢাকা শিশু হাসপাতাল, মিলনায়তন, ৪র্থ তলা। অডিটোরিয়াম।

দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে (NGO) গুলোতে নিয়োগর ক্ষেত্রে মা ও শিশু স্বাস্থ্যের সেবার উপর প্রশিক্ষণের সনদধারীদের এবং অভিজ্ঞ থাকায় অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে।উল্লেখ্য যে,ঢাকা শিশু হাসপাতালের মাননীয় পরিচালক মহোদয় প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করবেন।

Managements Of MCH Training Course

Dr.Abdul Mutalib

Dr.Abdul Mutalib

Cheif.Co-ordinator

M.C.H(Maternal & Child Healthcare,Dhaka Shishu Hospital)
BMDC Reg No:D-10208
GPS

S.M. Abul Bashar

S.M. Abul Bashar

Executive Director

AHOPE & BVDWF, Dhaka Shishu Hospital